বরিশালে টক অব দ্যা জনকন্ঠ

বিশেষ প্রতিনিধি ॥  দৈনিক জনকণ্ঠের প্রথম পাতায় আজ শনিবার “কান্না থামেনি তিন ছাত্রদল নেতার পরিবারে” শিরোনামে ছবিসহ প্রকাশিত সংবাদ নিয়ে পুরো বরিশাল নগরী জুড়ে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। সকালে দৈনিক জনকণ্ঠ পত্রিকা বরিশালের আসার পর মুহুর্তের মধ্যে পুরো নগরীতে বিশেষ করে বিএনপি ও ছাত্রদল নেতাদের মধ্যে ছড়িয়ে পরে এ সংবাদের কথা। জনকণ্ঠ পত্রিকা সংগ্রহ করতে ছাত্রদল নেতারা ছুটতে থাকেন পত্রিকার হকার থেকে শুরু করে এজেন্টদের দোকানে। সকাল নয়টার মধ্যে বরিশালে আসা দৈনিক জনকণ্ঠ’র সকল কপি বিক্রি হয়ে যায়। পরবর্তীতে উৎসুক পাঠকেরা দুধের সাধ ঘোলে মেটাতে ভীড় করেন ফটোকপির দোকানে। সেখান থেকে সংগৃহিত একটি জনকণ্ঠর পত্রিকা থেকে শত শত ফটোকপি করে নেয় উৎসুক পাঠক থেকে শুরু করে বিএনপি ও ছাত্রদলের কর্মীরা।

 
উল্লেখ্য, বিসিসি নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদ্য পদত্যাগকৃত সভাপতি আহসান হাবিব কামাল ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার-এমপির অভ্যন্তরীন কোন্দলের কারনে সম্প্রতি সময়ে প্রতিপক্ষ সরোয়ার গ্র“পের কর্মীদের হাতে নিহত হন কামালপন্থি ছাত্রদল নেতা রাফসান আহম্মেদ জিতু। একই ঘটনায় দীর্ঘ এক বছর পর্যন্ত নিখোঁজ রয়েছেন সরোয়ারপন্থি ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও তার সহদর মিরাজ হোসেন খান। বিসিসি’র নির্বাচনকে সামনে রেখে সরোয়ার ও কামাল এক মঞ্চে দাঁড়ালেও এখনো চরম বিরোধ রয়ে গেছে ছাত্রদল নেতা-কর্মীদের মাঝে। এনিয়ে দৈনিক জনকণ্ঠে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নাম প্রকাশ না করার শর্তে অসংখ্য ছাত্রদল নেতা-কর্মীরা জনকণ্ঠের এ প্রতিনিধিকে সাহসী সংবাদ লেখার জন্য ও জনকন্ঠ পরিবারকে সচিত্র সংবাদ প্রকাশের জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।