অগৈলঝাড়ায় শিক্ষক প্রশিক্ষন কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥  প্রাথমিক স্তরের শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাতিক, নৈতিক, মানবিক, বিকাশে ও শিক্ষার মান উন্নয়নে বরিশালের আগৈলঝাড়া উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে সাবক্লাষ্টার প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 
শনিবার সকালে পশ্চিম মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের হলরুমে ৬ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ-শিক্ষকদের সমন্বয়ে দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বদিউজ্জামান ও পশ্চিম মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মুকুলিকা হালদার। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি প্রবীর বিশ্বাস ননী, সহ-সভাপতি অমল হালদার প্রমূখ।