বাকেরগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ ॥ সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগে আজ রবিবার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার মেয়রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করা হয়। অভিযোগকারী গোপী চন্দ্র সাহার পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোপাল চন্দ্র সাহা। উপজেলার বন্দর এলাকার গোপাল ডেকোরেটরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের নিকট পৌরসভার রুনসী মৌজার বিভিন্ন দাগ ও খতিয়ানের মোট ১একর ১৭ শতক জমির পৈত্রিক সূত্রে মালিক তিনি ও তার অপর তিন ভাই। গত ৬ মাস পূর্বে জবর দখল করে মেয়র লোকমান হোসেন ডাকুয়া তার জমি দখল করে বালু দিয়ে ভরাট করে একাংশে কাঁচা বাজার নির্মাণ এবং অপরঅংশে বাসস্ট্যান্ড নির্মাণ কাজ শুরু করেন। এ ঘটনায় তিনি গত ২০ জানুয়ারি বরিশালের অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বিজ্ঞ জেলা জজ বরিশালের জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেয়র লোকমান হোসেন ডাকুয়া ও থানা অফিসার ইনচার্জ ওসিকে কাজ বন্ধ রাখতে আদেশ দেন। একইসাথে ওই মামলার চুড়ান্ত নিস্পতি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়। এরপর কিছুদিন কাজ বন্ধ থাকলেও দু’সপ্তাহ পূর্বে ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মেয়র লোকমান হোসেন ডাকুয়া পূর্ণরায় কাজ শুরু করেন।