বরিশাল বোর্ডের র‌্যাংকিংয়ের তালিকায় মাহিলাড়া কলেজ

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ এবারের এইচ.এস.সি পরীক্ষায় বরিশাল বোর্ডের র‌্যাংকিংয়ের (মেধাগত সার্বিক ফলাফল) তালিকায় রয়েছেন গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজ। এছাড়াও বোর্ডের সেরা দশের মধ্যে এ কলেজটি অস্টম স্থান দখল করেছে। ওই কলেজে মোট জিপিএ-৫ পেয়েছে ৩০ জন শিক্ষার্থী।
কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদ জানান, বরিশাল বোর্ডের অধীনস্থ ২০টি কলেজের শিক্ষার্থীদের মেধাগত সার্বিক ফলাফলের ভিত্তিতে র‌্যাংকিং করা হয়। ওই তালিকায় মাহিলাড়া ডিগ্রী কলেজ রয়েছে ১২তম স্থানে। তিনি আরো জানান, মাহিলাড়া ডিগ্রী কলেজ থেকে এবারের এইচ.এস.সি পরীক্ষায় ৪৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এরমধ্যে ৩৭২জন শিক্ষার্থী কৃতকার্য হয়। বিভিন্ন শাখা থেকে জিপিএ-৫ প্রাপ্ত হয় ৩০ জন শিক্ষার্থী। আগামিতে আরো ভালো ফলাফল করে শিক্ষার্থীরা কলেজের সুনাম অক্ষুন্য রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।