এনায়েত হোসেন মুন্না ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল নামকস্থানে সোমবার রাতে অজ্ঞাতনামা ট্রাকের চাঁপায় ইসমাইল হোসেন সরদার (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ফরিদপুরগামী অজ্ঞাতনামা ট্রাক ইসমাইল হোসেন সরদারকে (৭০) চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত ইসমাইল হোসেনের বাড়ি উপজেলার কটকস্থল গ্রামে। সে ওই গ্রামের মৃত রাজু সরদারের পুত্র।