বরিশালের রিটার্নিং অফিসারকে মেয়র প্রার্থী কামালের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার ॥  বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র পদপ্রার্থী শওকত হোসেন হিরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং অফিসারকে আল্টিমেটাম দিয়েছেন প্রতিদ্বন্ধী মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল। আজ মঙ্গলবার রাতের মধ্যে হিরণের আচরনবিধি ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচী দেয়ারও হুমকি প্রদর্শন করা হয়।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে রিটার্নিং অফিসার মোঃ মুজিবুর রহমানের কার্যালয়ে গিয়ে মেয়র প্রার্থী কামাল এ আল্টিমেটাম দিয়েছেন। এসময় আহসান হাবিব কামালের সাথে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ উপস্থিত ছিলেন। রিটানিং অফিসার জানান, এজেন্টদের নিয়ে আনারস মার্কার মেয়র প্রার্থী কামাল তার কার্যালয়ে এসেছিলেন। এসময় তারা প্রতিদ্বন্ধী প্রার্থীর আচরনবিধি লঙ্ঘন নিয়ে আলোচনা করেন।

এ ব্যাপারে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মেয়র প্রার্থী আহসান হাবিব কামালের নির্বাচনী এজেন্ট এ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু বলেন, ১৪ দলের মেয়র প্রার্থী শওকত হোসেন হিরণের পক্ষে নগরীর বিভিন্নস্থানে রঙ্গিণ বিলবোর্ড টানানো হয়েছে। যা নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন। এ ঘটনায় গত ৬ জুন রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু এ ব্যাপারে তিনি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহন করেননি। তাই তাকে রাতের মধ্যে বিলবোর্ডগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। বিলবোর্ডগুলো সরিয়ে না নিলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে জানিয়েছেন এ্যাডভোকেট নান্টু।