আর্কাইভ
গৌরনদীর মুক্তিযোদ্ধার সন্তানদের গণসংযোগ

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী শওকত হোসেন হিরণের টেলিভিশন মার্কার সমর্থনে বুধবার নগরীতে ব্যাপক গণসংযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা।
জেলার গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে গণসংযোগকালে তাদের সাথে গণসংযোগে মিলিত হন নূরনবী শাওন-এমপি। জেলা আ’লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ’র ব্যানারে মুক্তিযোদ্ধার সন্তানদের গণসংযোগে গৌরনদী উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ আনিসুর রহমান আনিস, মুক্তিযোদ্ধার সন্তান শোয়েব ইমতিয়াজ লিমন, ইউপি সদস্য সালাউদ্দিন লালুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।