বরিশালে গুলির ঘটনায় পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥  বরিশাল সিটি নির্বাচনের প্রচারণাকালে আপত্তিকর লিফলেট বিতরণের ঘটনায় পুলিশের গুলিতে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে মহানগর পুলিশ কমিশনার মোঃ সামছুদ্দিন। পুলিশ লাইন্স মিলনায়তনে বুধবার রাত পৌঁনে বারোটায় এ সংবাদ সম্মেলন করেন তিনি।
এসময় তিনি বলেন, সরকার বিরোধী ও আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থীর বিরুদ্ধে বিএনপি সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামালের ছয়জন নারী কর্মী লিফলেট বিতরন করছিলো। এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ তাদেরকে আটক করে। এসময় গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা করলে পুলিশ এক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে হারুন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তার অবস্থা আশঙ্কামুক্ত।
তিনি আরো বলেন, পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেয়ার জন্য গ্রেফতারকৃত ছয়জনকে ও অজ্ঞাতনামা শতাধিত ব্যাক্তিকে আসামি করে মামলা দায়ের হয়েছে।