বিশেষ প্রতিনিধি ॥ বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামালের সমর্থক ও যুবদল নেতা সাইফুল ইসলাম পনুকে আজ শুক্রবার বিকেলে পিস্তলসহ গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা।
র্যাবের ডিজি লে. কর্নেল ফরিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পলাশপুর এলাকা থেকে সাইফুল ইসলাম পলুকে পিস্তলসহ গ্রেফতার করা হয়। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পলু দীর্ঘদিন থেকে আনারস মার্কায় ভোট দেয়ার জন্য সাধারন ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো।