বিশেষ প্রতিনিধি, বরিশাল থেকে ॥ বরিশালে মেয়র পদে শওকত হোসেন হিরণের একারই ভরাডুবি নয়; এখানে কাউন্সিলর পদেও আ’লীগের ভরাডুবি হয়েছে। নির্বাচনে ১৮ দল সমর্থিত আহসান হাবিব কামাল মেয়র পদে জয়ী হয়েছেন ১৭ হাজার ১০ ভোট বেশি পেয়ে। কিন্তু এরচেয়ে বড় ব্যবধান রয়েছে কাউন্সিলর পদে। ৩০টি কাউন্সিলর পদের ২১টিই পেয়েছে ১৮ দল। বেসরকারি ফলাফলে ৩০টি কাউন্সিলর পদের ২০টিতে বিএনপি, একটিতে জামায়াত, ছয় টিতে আওয়ামীলীগ, একটিতে জাতীয় পার্টি, একটিতে স্বতন্ত্র ও একটিতে একজন সাংবাদিক প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
বরিশাল সিটির ১ নং ওয়ার্ডে সৈয়দ সাইদুর হাসান মামুন (বিএনপি), ২ নং ওয়ার্ডে একেএম মর্তুজা আবেদীন (জাতীয় পার্টি), ৩ নং ওয়ার্ডে সৈয়দ হাবিবুর রহমান ফারুক (বিএনপি), ৪ নং ওয়ার্ডে মোঃ ইউনুস মিয়া (বিএনপি), ৫ নং ওয়ার্ডে মাইনুল হক (বিএনপি), ৬ নং ওয়ার্ডে হাবিবুর রহমান টিপু (বিএনপি), ৭ নং ওয়ার্ডে সৈয়দ আকবর হোসেন (বিএনপি), ৮ নং ওয়ার্ডে সেলিম হাওলাদার (বিএনপি), ৯ নং ওয়ার্ডে হারুন অর রশিদ (বিএনপি), ১০ নং ওয়ার্ডে জয়নাল আবেদীন (স্বতন্ত্র), ১১ নং ওয়ার্ডে মুজিবুর রহমান (আ’লীগ), ১২ নং ওয়ার্ডে কেএম শহীদুল্লাহ (বিএনপি), ১৩ নং ওয়ার্ডে মেহেদী পারভেজ আমীর (আ’লীগ), ১৪ নং ওয়ার্ডে এ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম (জামায়াত), ১৫ নং ওয়ার্ডে সৈয়দ জাকির হোসেন জেলাল (বিএনপি), ১৬ নং ওয়ার্ডে মোশারফ আলী খান বাদশা (বিএনপি), ১৭ নং ওয়ার্ডে আক্তারুজ্জামান হিরু (আ’লীগ), ১৮ নং ওয়ার্ডে মীর জাহিদুল কবীর (বিএনপি), ১৯ নং ওয়ার্ডে গাজী নাইমুল ইসলাম লিটু (আ’লীগ), ২০ নং ওয়ার্ডে এসএম জাকির হোসেন (সাংবাদিক), ২১ নং ওয়ার্ডে আলতাফ মাহমুদ সিকদার (বিএনপি), ২২ নং ওয়ার্ডে সহিদুল ইসলাম তালুকদার (বিএনপি), ২৩ নং ওয়ার্ডে রেজভী চৌধুরী (জাতীয় পার্টি), ২৪ নং ওয়ার্ডে ফিরোজ আহম্মেদ (বিএনপি), ২৫ নং ওয়ার্ডে জিয়াউদ্দিন সিকদার (বিএনপি), ২৬ নং ওয়ার্ডে ফরিদ হোসেন (বিএনপি), ২৭ নং ওয়ার্ডে নুরুল ইসলাম (বিএনপি), ২৮ নং ওয়ার্ডে হুমায়ুন কবীর (বিএনপি), ২৯ নং ওয়ার্ডে কাজী সহিদুল ইসলাম (বিএনপি) ও ৩০ নং ওয়ার্ডে খায়রুল মামুন শাহীন (বিএনপি) বিজয়ী হয়েছেন।
এছাড়াও সংরক্ষিত ১০টি আসনের বিপরীতে বিএনপির ৫টি, আওয়ামীলীগের ৩টি ও ২টিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।