বীরেন্দ্র শেবাগ ধন্যবাদ পেতেই পারেন

ক্রিকেটের এ অলংকারটুকু কেড়ে নিয়ে একে প্রেডিক্টেবেল খেলায় পরিনত করলে বীরেন্দ্র শেবাগদের হিরো বানাতে দর্শক দূরে থাক, বেওয়ারীশ কুকুর পর্য্যন্ত মাঠমূখী হবেনা।ক্রিকেট পরিবারে আনুষ্ঠানিকভাবে প্রবেশের পর একমাত্র ভারতই তার প্রতিবেশী দেশ বাংলাদেশকে আমন্ত্রন জানায়নি নিজ মাটিতে ক্রিকেট খেলার জন্যে। কে জানে, হয়ত বীরেন্দ্র শেবাগের মত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও একই মূল্যায়ন হতে বাংলাদেশকে আমন্ত্রন জানানোর প্রয়োজন বোধ করেনি। সে যাই হোক, চট্টগ্রামের দিনটা ছিল বাংলাদেশের এবং পুরানো একটা সত্যকে নতুন করে প্রকাশ করার দিনঃ মাঠের খেলা ক্রিকেট, মুখের নয়। বীরেন্দ্র শেবাগকে বাংলাদেশীদের পক্ষ হতে ধন্যবাদ জানাই বারুদ ভান্ডারে দিয়াশালাইয়ের কাঠি ছুঁড়ে মারার জন্যে। এতে ক্রিকেট বাংলাদেশেরই লাভ হয়ছে।

 

Source: Ami Bangladeshi