বরিশাল কারাগার থেকে ২৪ কয়েদির মুক্তি

বিশেষ প্রতিনিধি ॥  কারা আইনের বিশেষ রেয়াতে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে ২৪ জন কয়েদি মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মুক্তি দেয়া হয়।

 
বরিশাল কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার পার্থ গোপাল বণিক জানান, মুক্তিপ্রাপ্তদের সবাই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এদেরমধ্যে ২০জন হত্যা এবং ৪জন নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত। ইতোমধ্যে তারা ১৯ থেকে ২১ বছর পর্যন্ত সাজা ভোগ করেছেন। তিনি আরো বলেন, কারা আইনের ৫৬৯ ধারা অনুযায়ী বন্দি থাকাকালীন সময়ে কয়েদিদের আচার-আচরণ, স্বভাব-চরিত্র ও সততা বিবেচনা করে তাদের বিশেষ রেয়াত দেয়া হয়। এ রেয়াতের আওতায় ২৪ জন কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।