আর্কাইভ
ঝুঁকিপূর্ণ মুলাদী থানা
মেহেদি হাসান রাজু, মুলাদী ॥ বরিশালের মুলাদী থানার ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পরায় যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। ইতোমধ্যে গত ২১ জুন বিকেলে থানার দোতালার বারান্দার ওপরের ছাদের অংশ, একটি রুম, ব্যারাকের কয়েকটি স্থানসহ নিচতলায় একটি রুমের ছাদের আস্তর ধ্বসে পরার সময় পুরো থানা কম্পাউন্ডে আতংক ছড়িয়ে পরে। যেকোন সময় থানার ভবনটি ধ্বসে পরে দূর্ঘটনার আশংকা রয়েছে।