আর্কাইভ

আগৈলঝাড়ায় সাংবাদিক বাবুর স্মরণে স্মরণসভা ও দোয়া-মিলাদ

প্রেমানন্দ ঘরামী ॥  বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক মতবাদের আগৈলঝাড়া প্রতিনিধি ফেরদৌস মোল্লা বাবুর অকাল মৃত্যুতে আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী শোক কর্মসূচী পালনের অংশ হিসেবে আজ শনিবার স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

সকাল দশটায় আগৈলঝাড়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা। স্মরণ সভায় মরহুমের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, সমাজ সেবক ড. এম.শাহ আলম, থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা ও রাজিহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন শিকদার, গৈলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ আসাদুজ্জামান রিপন, মোঃ জামাল উদ্দিন, উপজেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা, বিএইচপি একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, এনজিও সমন্ময় পরিষদের সভাপতি জেমস্ রিপন বাড়ৈ, সুজনকাঠী সমাজ কল্যান সংসদের সভাপতি আরিফ হোসেন ফিরোজ, উজিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কল্যান কুমার চন্দ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, সহ-সভাপতি সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ কে.এম আজাদ রহমান, নির্বাহী সদস্য ওমর আলী সানি, মরহুম বাবু মোল্লার স্ত্রী সুমি বেগম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাবুর মা ও তার পরিবারের স্বজনেরা। সভার শুরুতে মরহুম বাবুর প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

আরও পড়ুন

Back to top button