আর্কাইভ

বরিশালে বিড়ি শ্রমিকদের আমরন অনশন ভাঙ্গালেন এমপি ইউনুস

প্রেমানন্দ ঘরামী, বরিশাল থেকে ফিরে ॥  বিড়িতে শুল্কের হার কমানো সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে আজ রবিবার সকাল থেকে আমরণ অনশনে থাকা শ্রমিকদের অনশন ভাঙ্গালেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। দুপুর দেড় টার দিকে এমপি ইউনুস নগরীর সোহেল চত্ত্বরে অনশনরত শ্রমিকদের পানি পান করিয়ে অনশন ভাঙ্গান।

সকাল দশটা থেকে নগরীর সোহেল চত্ত্বরে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আমরণ অনশনে বরিশালের কারিকর বিড়ির সাতটি ফ্যাক্টরির শ্রমিকসহ দক্ষিণাঞ্চলের প্রায় পাঁচ হাজার নারী ও পুরুষ শ্রমিকেরা অবস্থান করছিলেন।

আমরণ অনশন চলাকালে বক্তৃতায় নেতৃবৃন্দরা বলেন, বিড়ি শিল্পে কাজ করে দেশের লক্ষ লক্ষ অসহায় গরিব মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে। ২০১৩-১৪ অর্থ বছরে হাতে তৈরী বিড়িতে শুল্কের হার শতকরা ৬০.১৬ ভাগ বৃদ্ধি করা হয়েছে। বর্তমান বাজেটে অতিমাত্রায় সম্পুরক শুল্ক বৃদ্ধি করায় এই শিল্প বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। অথচ মেশিনে তৈরী সিগারেটের ওপর সে পরিমান শুল্ক বৃদ্ধি করা হয়নি। বিড়ির ওপর অযৌক্তিক কর প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দরা। শ্রমিক নেতারা বলেন, বিড়ি ও সিগারেটের শুল্ক এক। এ কারণে বিড়ি সিগারেটের দাম এক হয়ে গেছে। তাই বিড়ির দামে সিগারেট পাওয়ায় ধুমপায়ীরা বিড়ি ছেড়ে দিয়েছে। যার ফলে দেশীয় প্রযুক্তির কুটির শিল্প (বিড়ি শিল্প) ধ্বংস হয়ে লাখ লাখ শ্রমিকদের বেকার হয়ে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। বক্তারা, হত দরিদ্র নারী ও অপসহায় পঙ্গু প্রতিবন্ধি শ্রমিকদের কর্মসংস্থানের স্বার্থে বিড়ির ওপর সবধরনের শুল্ক প্রত্যাহার, বিড়ি সিগারেটের স্বার্থে প্রতি দশ সিগারেটের মূল্য কমপক্ষে ৫০ টাকা নির্ধারণ ও বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরী বোর্ড গঠন করে প্রতি হাজার বিড়িতে ৫২ টাকা ঘোষণা করে কারখানা আইন বাস্তবায়ন করার দাবি করেন।

আমরণ অনশন চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হাকিম, বরিশাল কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল হালিম হাওলাদার, সাবেক সভাপতি আঃ জলিল জমাদ্দার, সাধারন সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার প্রমুখ।

এরপূর্বে গত বৃহস্পতিবার একই দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।

আরও পড়ুন

আরও দেখুন...
Close
Back to top button