স্টাফ রিপোর্টার ॥ মহিমান্বিত সৌভাগ্যের রাত পবিত্র শবে বরাতে সোমবার দিবাগত রাতে মানবজাতির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত পেতে এবং ক্ষমা ও প্রার্থনা পূরণের অনুপম মহিমা লাভের আশায় বরিশাল নগরীসহ জেলার প্রতিটি উপজেলার পাড়া ও মহল্লার মসজিদে, মাজারে ধর্মপ্রাণ মুসুল্লীদের ঢল নেমেছিলো। রাতভর ঘুরে ঘুরে বিভিন্ন মসজিদ ও মাজারে নামাজ আদায় করেন মুসুল্লীরা। এছাড়াও দেশ ও জাতির কল্যানে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।