গৌরনদীতে দুটি পরিবারকে হত্যার হুমকি

এনায়েত হোসেন মুন্না ॥  জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে বসত ঘরে অগ্নিসংযোগের পর প্রতিপক্ষের প্রভাবশালীরা এবার দুটি পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালীদের অব্যাহত হুমকির মুখে অসহায় ওই দুটি পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের।

আজ বুধবার দুপুরে ওই গ্রামের খালেক খন্দকারের কন্যা নাছিমা বেগম অভিযোগ করেন, তার পৈত্রিক সম্পত্তি নিয়ে পাশ্ববর্তী বাড়ির প্রভাবশালী শাহীন গাজী, রাসেল গাজী, শাহজাহান খন্দকার গংদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। পূর্ববিরোধের জেরধরে প্রতিপক্ষের লোকজনে একাধিকবার তাদের বসত বাড়ি থেকে উৎখাতের চেষ্টা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২২ জুন গভীর রাতে প্রতিপক্ষের লোকজনে পরিকল্পিত ভাবে তার (নাছিমার) ও একই বাড়ির তার ফুফাতো ভাই নুরুজ্জামান সরদারের বসত ঘরে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের প্রভাবশালীরা মামলা উত্তোলনের জন্য তার (নাছিমা) ও তার ফুফাতো ভাই নুরুজ্জামান সরদারসহ তাদের পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। প্রভাবশালী ও তাদের ভাড়াটিয়া লোকজনদের অব্যাহত হুমকির মুখে অসহায় ওই দুটি পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ ব্যাপারে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।