আর্কাইভ
গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা

নাসির উদ্দিন সৈকত ॥ এবারের এসএসসি পরীক্ষায় বরিশালের গৌরনদী পৌরসভার ৫নং ওয়ার্ডের জিপিএ-৫ প্রাপ্তসহ সাফল্যজনক ফলাফলের মেধাবী শিক্ষার্থীদের আজ বুধবার সকালে সংবর্ধনা দেয়া হয়েছে।
স্থানীয় যুব সমাজের উদ্যোগে তিখাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাশরুমে অনুষ্ঠিত সংবর্ধণা সভায় সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম সবুজ। প্রধান অতিথি ছিলেন পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমীক সুপারভাইজার গৌড়াঙ্গ প্রসাদ গাইন, প্রধান শিক্ষক অমূল্য রতন কর, আলোকিত সময়ের বার্তা সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস প্রমূখ। আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।