বরিশালে খাদ্য অধিকার আদায় বিষয়ক কর্মশালা

বিধান সরকার, বরিশাল ॥  ‘নিরাপদ ও পুষ্টিকর খাদ্য অধিকার আপনার আমার দেশবাসী সবার’-শ্লোগানকে সামনে রেখে খাদ্য অধিকার আদায়ে বিশ্ব খাদ্য নিরাপত্তা কমিটি ও সিভিল সোসাইটির ভূমিকা সম্পর্কিত কর্মশালা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে দশটায় নগরীর আইসিডিএ মিলানয়তনে অক্সফ্যাম গ্রোর সহায়তায় অঙ্গীকার বাংলাদেশ ও আইসিডিএ’র আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, আমাদের দেশে যারা খাদ্য উৎপাদন করেন সেই কৃষক ভোগেন সবার আগে খাদ্য নিরাপত্তাহীনতায়। দাতা সংস্থার চাপের মুখে কৃষিখাতে ভর্তুকী তুলে দেয়া হয় বলে কৃষকরা চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলছেন। অপরদিকে মধ্যস্বত্তভোগীরাও কৃষকের উৎপাদিত পণ্যের মূল্যে ভাগ বসায়। এ সমস্যার পাশাপশি বর্তমানে খাদ্যে রাসায়নিক দ্রব্যের ব্যাবহার উদ্বেগজনক হারে বাড়ছে। এসব প্রতিকারের জন্য ভূমিকা রাখতে হবে নিজ নিজ দেশের সচেতন জনতাকে। নতুবা এর পরিণতি আরো ভয়ানক অবস্থায় পৌঁছবে।

আনোয়ার জাহিদের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর এম মোয়াজ্জেম হোসেন, স্বপন খন্দকার, রনজিৎ দত্ত, অ্যধাপিকা শিবানী চৌধুরী, আবুল কালাম প্রমুখ।