বাবুগঞ্জের দিনমজুর হত্যার ঘটনায় মামলা দায়ের

প্রেমানন্দ ঘরামী ॥  বরিশালের বাবুগঞ্জ উপজেলার চরফতেপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় দিনমজুর নিহত হওয়ার ঘটনায় আজ রবিবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই পরিবারের তিনজনকে আসামি করা হয়েছে।

 
মামলার বাদি ও নিহত দিনমজুর ইউনুস হাওলাদারের স্ত্রী সালমা আক্তার লিলি জানান, পাওনা টাকা উত্তেলনকে কেন্দ্র করে শনিবার বিকেলে প্রতিপক্ষ সোহাগ চোকদার, তার সহদর মধু চোকদার ও পিতা হুমায়ুন চোকদারের হামলায় নিহত হন দিনমজুর ইউনুস হাওলাদার। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছে। তবে তাদের গ্রেফতারের জন্য পুলিশ জোর প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।