আর্কাইভ

মাদার তেরেসা স্বর্নপদক পেলেন ইউপি চেয়ারম্যান ফারুক

বিশেষ প্রতিনিধি ॥  বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ নেতা ওমর ফারুককে মাদার তেরেসা স্বর্নপদকে ভূষিত করা হয়েছে। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পুরো ইউনিয়নকে মাদক ও জুয়া মুক্ত করতে বিশেষ অবদান রাখায় এশিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে তাকে এ পদক প্রদান করা হয়।

ঢাকা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে গত ২৮ জুন বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. গোলাম মাওলার সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। বক্তব্য রাখেন এশিয়া হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক আর.কে রিপন।

আরও পড়ুন

Back to top button