বাংলাদেশী বংশদূত লেয়ার দল পূনরায় চ্যাম্পিয়ান

সুইজারল্যান্ডের জুরিখ ফুটবল টুর্ণামেন্ট

মোঃ জামাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি ॥  সুইজারল্যান্ডের জুরিখ ফুটবল টুর্ণামেন্টে বাংলাদেশী বংশদূত লেয়া আকনের ফুটবল দল নাইক গত বছরের ন্যায় এ বছরও পূনরায় চ্যাম্পিয়ান হয়ে ট্রফি জয় করেছে। নাইক নামের তার দল ট্রফি জিতে অর্জন করেছে বিরল সম্মান।

গত ২৯ জুন জুরিখের বুলাখ শহরে কিশোরী ফুটবল লীগের ফাইনাল খেলায় লেয়ার নাইক দল নুতগেট দলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা লাভ করে। উক্ত ফুটবল টুর্ণামেন্টে ১৮টি দল অংশগ্রহন করে। বিজয়ী দলের ক্যাপ্টেন লেয়া আকন বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের সুইজারল্যান্ড প্রবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠন পিএসবিএস’র চেয়ারম্যান আকন আজাদের জেষ্ঠ কন্যা।

 

 

লেয়ার মাতা আকন জিনা একজন সুইজারল্যান্ডের নাগরিক। তিনি সুইজারল্যান্ডের হোরি পৌরসভার তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন। ষষ্ঠ শ্রেনীর ছাত্রী লেয়া আকন  খেলাধুলার পাশাপাশি লেখা পড়ায়ও কৃতিত্বে ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। অবসরে সে বই পড়ে সময় কাটায়।