সম্পত্তির লোভে আগৈলঝাড়ায় জুসের সাথে বিষ খাইয়ে পিতাকে হত্যা ॥ দু’সহদর হাসপাতালে

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার নন্দি জানান, ওই গ্রামের কৃষক সুভাষ বাড়ৈ অঢেল সম্পত্তির মালিক। তার তিন সন্তানের মধ্যে পলাশ বাড়ৈ ওরফে সাধু হচ্ছে সবার বড়। দীর্ঘদিন থেকে পিতার সম্পত্তির ওপর লোলুপ দৃষ্টি পরে তার বড়পুত্র পলাশ ওরফে সাধুর। সে তার নামে সম্পত্তি লিখে নেয়ার জন্য সুভাষকে নানা প্রলোভন দেখিয়ে আসছিলো। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে পলাশ কৌশলে জুসের সাথে বিষ মিশিয়ে পান করার জন্য তার পিতা সুভাষ বাড়ৈ (৬০), ছোট ভাই সুজিত বাড়ৈ ওরফে মধু (১৮) ও সঞ্জিত বাড়ৈ ওরফে কালুকে (১৫) দেয়। বিষ মেশানো জুস পান করার কিছুক্ষন পর সুভাষ, মধু ও কালু অসুস্থ্য হয়ে চিৎকার শুরু করে। এ সময় পলাশ ওরফে সাধু পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে মুর্মুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত দেড়টার দিকে সুভাষ বাড়ৈ মারা যায়।
সুজিত ও সঞ্জিতের অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার সকালে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, তাদের অবস্থাও আশংকাজনক। এ ব্যাপারে নিহত সুভাষ বাড়ৈর ভাই সুনিল বাড়ৈর গতকাল বৃহস্পতিবার বিকেলে বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশের ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।