আগৈলঝাড়ায় শত বছরের পুরনো দূর্গা মন্দিরের সম্পত্তি দখল করে নিয়েছে এক ভূমিদস্যু

মন্দির কমিটির সভাপতি ডাঃ সুকুমার মজুমদার জানান, শত বছরের পুরনো আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা সার্বজনীন দুর্গা মন্দিরের নামে ৪ টি দাগে মোট সাড়ে ১৯ শতক সম্পত্তি রয়েছে। সম্প্রতি জোড়পূর্বক ওই সম্পত্তি দখল করে নেয় একই গ্রামের মোসলেম তালুকদারের পুত্র প্রভাবশালী ভূমিদস্যু দেলোয়ার তালুকদার। তিনি আরো জানান, মন্দির কমিটির নেতৃবৃন্দ প্রভাবশালী দেলোয়ারকে বাঁধা দিতে গেলে সে (দেলোয়ার) আগামি সাত দিনের মধ্যে মন্দির ভেঙ্গে নেয়ার হুমকি দেয়। ভূমিদস্যুর হাত থেকে মন্দিরের সম্পত্তি রক্ষায় গতকাল শনিবার সকালে বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, আগৈলঝাড়া থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মন্দিরের পক্ষে ১৬১ জনের স্বাক্ষরিত লিখিত আবেদন করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ছালাম খান প্রভাবশালী ভূমিদস্যু দেলোয়ার তালুকদার কর্তৃক মন্দিরের সম্পত্তি দখল ও মন্দির ভাঙ্গার হুমকির সত্যতা স্বীকার করেন।