অপসারনের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম – আগৈলঝাড়ায় শিক্ষক কর্তৃক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখার ছাত্রী গ্লোরিয়া শম্পা ঢালী ও তানজিলা আক্তার সাথী জানান, কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ফারুক ফকির গত একমাস ধরে তাদের নানাভাবে উত্যক্ত করে আসছিলো। শিক্ষক ফারুক মোবাইল ফোনে গ্লে¬ারিয়াকে একাধিকবার প্রেমের প্রস্তাবও দেয়। শিক্ষকের এহেন অনৈতিক কর্মকান্ডের বিষয় ওই দু’ছাত্রী  তাদের অভিভাবদের জানান। গতকাল সোমবার কলেজ চলাকালীন সময় শিক্ষক ফারুক ফকির মোবাইল ফোনে পূর্নরায় ছাত্রী গ্লে¬ারিয়া শম্পাকে কু-প্রস্তাব দেয়। গ্লোরিয়া শম্পা বিষয়টি কলেজের অধ্যক্ষ হেমায়েত উদ্দিনের কাছে লিখিত ভাবে জানায়। এ ঘটনা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্দ হয়ে ক্লাশ বর্জন করেন। তাৎক্ষনিক বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রী উত্যক্তকারী শিক্ষকের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি বরুন বাড়ৈ, সহসভাপতি মিন্টু সেরনিয়াবাত, রতন সেন প্রমুখ। বক্তরা অভিযুক্ত শিক্ষক ফারুক ফকিরকে আগামি ২৪ ঘন্টার মধ্যে কলেজ থেকে অপসারনের দাবি করেন। নতুবা তারা অনদিৃষ্টকালের জন্য ক্লাশ বর্জনসহ কঠিন আন্দোলনেরও হুমকি দেন।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ হেমায়েত উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া হচ্ছে ।