গৌরনদীতে ইভটিজিংয়ের ঘটনা তদন্ত করেছে মন্ত্রনালয়ের টিম

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, ইভটিজিংয়ের স্বীকার হয়ে বার্থী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী আয়শা খানম, মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী রোকসানা আক্তার, মাহিলাড়া ডিগ্রী কলেজের ছাত্রী মনিরা আক্তার শিক্ষা প্রতিষ্ঠানে আসা বন্ধ করে দেয়। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে সোমবার সকাল ১১ টায় তদন্ত কমিটির নেতৃবৃন্দ গৌরনদী ডাকবাংলোতে উপস্থিত হয়ে তদন্ত কার্য পরিচালনা করেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন আন্তঃতদন্ত কমিটির আহবায়ক ও শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব হোসনেআরা বেগম, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপ-সচিব কাজল ইসলাম। ইভটিজিংয়ের শিকার ছাত্রী আয়শা খানম ও তার অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, গৌরনদী থানার অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষ গ্রহন করেন তদন্ত টিমের সদস্যরা।