রং নাম্বারে ফোন অতঃপর

গতকাল সোমবার সকালে ওই এলাকার ৬১ জনের স্বাক্ষরিত একটি অভিযোগ পত্রে জানা গেছে, সিংগা গ্রামের মৃত নুরজ্জামান খানের স্ত্রী ও তার কন্যা এলাকার কতিপয় ব্যক্তির সহায়তায় দীর্ঘদিন থেকে এলাকায় নানা অসামাজিক কর্মকান্ড করে আসছে। তারই ধারাবাহিকতায় রং নাম্বারে ফোনের সুবাধে বাগেরহাট এলাকার জাহিদ হেসেনের সাথে নিগার সুলাতানার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি জাহিদ নিগারদের বাড়িতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওইবাড়িতে গিয়ে প্রেমিক-প্রেমিকাকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এসময় স্থানীয় আলমগীর হোসেন বাদশা নিগারদের পক্ষ অবলম্বন করে বাটাজোর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরদার, যুবলীগ নেতা ফেরদাউচ ফকিরসহ স্থানীয়দের ওপর চড়াও হয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। অভিযোগে আরো উল্লেখ রয়েছে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে আলমগীর হোসেন বাদশা, নিগার সুলতানা ও তার মা রুবি খান হামলা ও লুটপাটের নাটক সাজিয়ে ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন ও যুবলীগ নেতা ফেরদাউচকে সন্ত্রাসী আখ্যায়িত করে থানা পুলিশ ও সাংবাদিকদের কাছে অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা সঠিক তদন্তের মাধ্যমে মুলরহস্য উদঘাটন করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।