অসহনীয় গরমে-অকল্পনীয় লোডশেডিং, গৌরনদীর জনজীবনে চরম দুর্ভোগ
ষ্টাফ রিপোর্টার : অসহনীয় গরমে গত এক সপ্তাহ থেকে বরিশালের গৌরনদীতে চলছে অকল্পনীয় লোডশেডিং। এতে করে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এখানে একটানা ১ ঘন্টাও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছেনা। গৌরনদীতে ২৪ ঘন্টায় গড়ে ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে উপজেলার একাধিক স্থানে বিদ্যুৎ অফিসের কর্মচারীদের ধাওয়া করেছে বিদ্যুৎ গ্রাহকরা।
সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগী গ্রাহকরা জানান, গত এক সপ্তাহ থেকে অসহনীয় গরমের মধ্যে গৌরনদীতে লোডশেডিংয়ের মাত্রা অধিক হারে বেড়েই চলছে। আর এতে করে বিদ্যুৎচালীত ক্ষুদ্র ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। অব্যাহত লোডশেডিংয়ের কারনে উপজেলার দুটি হাসপাতালের রোগীদের পাশাপাশি চিকিৎসকেরাও এখন অতিষ্ঠ হয়ে উঠেছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়াশুনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। আসন্ন রমজান মাসে এভাবেই লোডশেডিং চলতে থাকলে ধর্মপ্রান মুসুল্লীদের চরম দুর্ভোগ পোহাতে হবে। গত এক সপ্তাহ ধরে গৌরনদীতে যেহারে বিদ্যুৎ সরবরাহ করা হয় তাতে করে একটি মোবাইল ফোনেও সম্পূর্ণ চার্জ করা সম্ভব হয় না। অব্যাহত লোডশেডিং চলাকালে পল্লী বিদ্যুতের গৌরনদী জোনাল অফিসের মোবাইল নাম্বারগুলো বন্ধ করে রাখা হয়। নামপ্রকাশ না করার শর্তে ক্ষুব্দ একাধিক বিদ্যুত গ্রাহকরা জানান, রমজান মাসে সঠিক ভাবে বিদ্যুত সরবরাহ করা না হলে কঠোর আন্দোলনে নামা হবে।