ডিজিটাল বাংলাদেশের একটি অংশ হচ্ছে Gournadi.com – প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সংসদ সদস্য ইউনুস

ফকীর আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ওয়েব সাইট Gournadi.com’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ১০ আগস্ট বিকেলে গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন Gournadi.com’র উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম বলেন, দেশের অনেক জেলায়ও তাদের নিজস্ব কোনো ওয়েব সাইট নেই। সেখানে গৌরনদী উপজেলার একঝাঁক তরুনদের উদ্যোগে Gournadi.com প্রতিষ্ঠিত করার এ সাহসী উদ্যোগকে স্বাগত জানাবার ভাষা আমার জানা নেই। বিশেষ অতিথির বক্তব্যে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক কালিয়া দমন গুহ বলেন, Gournadi.com-কে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে সকল প্রকার সহযোগীতা করা হবে। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির বলেন, সংসদ সদস্যর সহযোগীতা পেলে বিশ্বের কাছে Gournadi.com আরো পরিচিত হবে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী বলেন, Gournadi.com সার্বিক উন্নতির জন্য সহযোগীতা করা হবে। মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদ তার বক্তব্যে বলেন, Gournadi.com এত স্বল্প সময়ে এত দ্রুত ভাবে যে সারাবিশ্বে ছড়িয়ে পরবে তা একটি অকল্পনিয় ভাবনা। গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম বলেন, Gournadi.com যদি ডিজিটাল বাংলাদেশের একটি অংশ হয়, তাহলে এর পৃষ্ঠপোষকতার দায়িত্ব বর্তমান মহাজোট সরকারকেই নিতে হবে। Gournadi.com’র স্বত্বাধিকারী, প্রকাশক ও ফকীর আবদুর রাজ্জাকের সুযোগ্য সন্তান ফাহিম মুরশেদ বলেন, আমরা আগামির পথ চলতে গৌরনদীর সর্বস্তরের গুনিজনের পরামর্শ চাই।  Gournadi.com’র ষ্টাফ রির্পোটার এইচ.এম সুমন বলেন, আপনাদের দোয়া ও আর্শিবাদই আমাদের মঙ্গল বয়ে আনবে। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন Gournadi.com’র সম্পাদক ও দৈনিক জনকন্ঠের গৌরনদীর নিজস্ব সংবাদদাতা খোকন আহম্মেদ হীরা। সভাপতির বক্তব্যে Gournadi.com’র উপদেষ্টা জহুরুল ইসলাম জহির বলেন, বর্তমান মহাজোট সরকারের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহযোগীতা করে যাচ্ছে Gournadi.com। সভার শুরুতে পবিত্র কোরান তেলওয়াত করেন সাংবাদিক ও ফকীর আবদুর রাজ্জাক ফাউন্ডেশনের অন্যতম সদস্য তৌহিদী মাহমুদ তুহিন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, গৌরনদী উপজেলা যুবদলের একাংশের আহবায়ক মাসুদ হাসান মিঠু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্লা মাহফুজ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, পৌর ছাত্রলীগের সভাপতি নজরুল মিয়াসহ গৌরনদী ও আগৈলঝাড়ার কর্মরত সাংবাদিকবৃন্দ এবং সুধী সমাজের নেতৃবৃন্দ। শেষে প্রধান অতিথি এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করেন।