বরিশাল জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত – সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের মামলাটি পূণঃজ্জীবিত করার দাবি

আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী। সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, ’৭১ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাত থেকে কিভাবে যে আল্লা আমাকে বাঁচিয়েছে, তাহা তিনিই জানেন। আমি এমনই দুরভাগা আমার বাবা, মামা, ভাই, বোন ও সন্তানকে পর্যন্ত মাটি দিতে পারিনি। তিনি আরো বলেন, যে নেতার জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা শহরসহ প্রতিটি উপজেলায়, ইউনিয়নে ও ওয়ার্ড পর্যায়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে। বঙ্গবন্ধুর খুনীদের ন্যায় যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট মুশফিকুর রহমান খান বলেন, লুটপাট, চাঁদাবাজি করে দল চলে না। দল চলে মেধার রাজনীতে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট শওকত হোসেন হিরন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে হুশিয়ারী উচ্চারন করে বলেন, মহান জাতীয় শোক দিবস উপলক্ষে দলের কোন নেতা-কর্মীরা যদি কারো কাছ থেকে চাঁদাবাজি করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি বরিশালের ১০ টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভাগুলোতে অনতিবিলম্বে নির্বাচন দেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দাবি করেন। বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, কোন বির্তকিত ব্যক্তির দায়ভার দল মেনে নেবে না। দলকে সু-সংগঠিত করতে হবে। সেলক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় আরো বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসাময়িক উপদেষ্টা মেজর (অবঃ)  হাফিজ মল্লিক, সাবেক সংসদ সদস্য মাসুদ রেজা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন তালুকদার। বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগের সহসম্পাদক মনিরুল ইসলাম খান, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মনিরুল হাসান খান, প্রচার সম্পাদক সৈয়দ আনিচুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী নুরুনাহার মুন্নী, সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের আহবায়ক মিলন ভ’ইয়া, বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামচুল আলম চুন্নু প্রমুখ।