ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ গৌরনদী এখন ওয়েব সাইটে

গৌরনদীসহ পাশ্ববর্তী আগৈলঝাড়া, উজিরপুর, কালকিনি ও বাবুগঞ্জ উপজেলার প্রতিদিনের চলমান ঘটনা তাৎক্ষনিক ভাবে ওয়েব সাইট Gournadi.com ব্রাউজ করলেই পাওয়া যাবে বলে জানিয়েছেন ওয়েব সাইটের প্রকাশক ফাহিম মুরশেদ। সম্প্রতি (গত ১০ আগস্ট) বিকেলে Gournadi.com’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি (প্রকাশক) এ কথা জানান। এছাড়াও Gournadi.com ব্রাউজ করলে শোনা যাবে রেডিও গৌরনদী, রেডিও ফুর্তি, রেডিও এবিসিসহ কয়েকটি রেডিও’র সম্প্রচার এবং বিভিন্ন জাতীয় দৈনিকের ওয়েব সাইট লিংক। গৌরনদী উপজেলার ফকীর আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে ২০০৯ সালের ১০ আগস্ট গৌরনদী ডটকমের আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। তিনি Gournadi.comকে ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে আখ্যায়িত করে Gournadi.com’র সার্বিক উন্নয়নে সকল প্রকার সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন। Gournadi.com’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক জনকন্ঠের গৌরনদী উপজেলার নিজস্ব সংবাদদাতা খোকন আহম্মেদ হীরা।