আগৈলঝাড়ায় অপরিকল্পিত ভাবে নির্মিত দুটি ব্রিজ এলাকাবাসির মরণ ফাঁদ

ভূক্তভোগী এলাকাবাসি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার কালুরপাড়-দুশমী সড়কের হাওলা কাঠিরা নামকস্থানে ৪ বছর পূর্বে নির্মিত কালভাট ব্রীজটি সড়ক থেকে ৭ ফুট উঁচুতে নির্মান করা হয়। ফলে এখানে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এলাকাবাসির সুবিধার্থে নির্মিত কালভাট ব্রীজটি এখন সুবিধার চেয়ে দুর্ভোগের কারন হয়ে দাড়িয়েছে। কালভার্টটির দু’পাশের উচ্চতা অধিক হওয়ায় যানবাহন ওঠা নামার সময় প্রায়ই নিয়ন্ত্রন হারিয়ে তা উল্টে দুর্ঘটনার স্বীকার হচ্ছেন যাত্রী ও পথচারীরা। এ কালভার্ট  ব্রীজটি দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীসহ জনসাধারণ যাতায়াত করে থাকেন। স্থানীয় ব্যবসায়ী দুলাল হালদার জানান, কালভার্ট ব্রিজটি দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয়ে আকবর শাহ্, রমেন মন্ডল, দানিয়েল জয়ধর, জতিন বল্লভ, তারিক, দিনু, জনসহ অসংখ্য ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। অল্প বৃষ্টিতেই কালভার্ট ব্রীজটির দু’পাশ দিয়ে যানবাহন ওঠানামায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। একই অবস্থা উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের আরেকটি ব্রিজের। ব্রিজের সংযোগস্থলে মাটি না থাকায় নির্মানাধীন ব্রিজটি জনসাধারনের কোন কাজেই আসছে না।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম খান বলেন, আমি এখানে আসার পূর্বেই এই কালভার্ট ব্রীজ দুটি নির্মিত হয়েছে। তাই আমি এ ব্যাপারে কিছুই বলতে পারছিনা। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি উল্লেখ করেন।