বরিশালে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু

সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশালে পিক আওয়ারে ৮০ থেকে ৮২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে। কিন্তু বর্তমানে জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে প্রতিদিন ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থেকে যায়। যা লোডশেডিংয়ের মাধ্যমে পোষাতে হয়। এই অবস্থায় নগরীর রূপাতলীতে গ্যাস টারবাইন এলাকায় কুইক টেন্ডাল পাওয়ার স্টেশন স্থাপনের কাজ হাতে নেয়া হয়। এরই মধ্যে প্রায় ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী নভেম্বর মাসে এই স্টেশনের কাজ শেষ হবে বলে কর্তৃপক্ষ জানায়। একটি বেসরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ স্টেশনটি স্থাপন করছে বলে জানা যায়। স্টেশনটি স্থাপিত হলে বরিশালে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হতে পারে। এ ব্যাপারে পাওয়ার স্টেশনের নির্বাহী প্রকৌশলী আবু হাসান সাংবাদিকদের জানান, আগামী নভেম্বর মাসে কুইক টেন্ডাল পাওয়ার স্টেশন উদ্বোধন হলে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ বরিশালে বরাদ্দ হতে পারে। তাহলে লোডশেডিং কমে যাবে। খবর-দৈনিক যুগান্তর-১৫ আগস্ট।