আগৈলঝাড়া থানার পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ কর্মকর্তাদের পরিবারের বসবাস

ভবনটি সংস্কারের জন্য ইতোমধ্যে কয়েক দফায় উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করেও কোন সুফল মেলেনি বলে থানা সূত্রে জানা গেছে। জরুরি ভিত্তিত্বে ভবনটি সংস্কার করা না হলে যেকোন সময় ভবনটি ধসে পরে প্রানহানীর ঘটনাসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সংশিষ্ট থানা সূত্রে জানা গেছে, সরকারের প্রশাসনিক বিকেন্দ্রি করনে ১৯৮৪ সালে বৃহত্তর গৌরনদী থানার পাঁচটি ইউনিয়ন নিয়ে আগৈলঝাড়া থানা প্রতিষ্ঠিত হয়। ওইসময় থানা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কার্যালয় ও কর্মকর্তাদের বাসভবন নির্মান করা হয়। ১৯৮৪ সালের শেষ দিকে আগৈলঝাড়া থানার পুলিশ কর্মকর্তাদের পরিবার-পরিজন নিয়ে বসবাসের জন্য থানা সংলগ্নস্থানে তিনতলা বিশিষ্ট একটি কোয়াটার ভবন নির্মান করা হয়। থানার মধ্যেই ওসির জন্য আলাদা কোয়াটার থাকার কথা থাকলেও অধ্যবর্ধ্যি আগৈলঝাড়া থানার ওসিদের জন্য কোয়াটার নির্মান করা হয়নি। ২৫ বছর আগে থানার এস.আইদের (সহকারি পুলিশ পরিদর্শক) জন্য নির্মিত ভবনেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। নির্মান সময়কালে নির্মান কাজের গুনগত মান খারাপ থাকায় অল্প সময়ই ভবনটি ব্যবহারে অযোগ্য হয়ে পরেছে বলে উপজেলা প্রকৌশল বিভাগের একটি সূত্র জানায়। বর্তমানে ভবনটি জরাজীর্ণ হয়ে বেহালদশায় রয়েছে।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দি জানান, থানার সিকিউরটির জন্য ভবনে নেই কলাবসিবল গেট, জানালা, দরজা ভেঙ্গে একাকারসহ ভবনের বিভিন্ন অংশে ফাঁটল দেখা দিয়েছে। মাঝে মধ্যেই ছাঁদের ক্ষয়িষ্ণ অংশ ভেঙ্গে বসবাসরত লোকজনের শরীরে পরে প্রায়ই আহত হয়। এছাড়াও ভবনে পানির সংযোগ দেয়ার কিছুদিন পরেই তা নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন যাবত ভবনে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ভবনে বসবাসরত পরিবারদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ওই ভবনে বসবাসরত পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা জরুরি ভিত্তিত্বে ভবনটি সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশি¬ষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়েছেন।