আগৈলঝাড়ার কারেন্ট জাল বিক্রেতাদের কাছ থেকে মৎস্য অফিস সহকারির উৎকোচ গ্রহনের অভিযোগ

অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার জলিরপাড় গ্রামের কারেন্ট জাল ব্যবসায়ী রশিদ ফকির, হাচেন আলী তালুকদার, রেজাউল হোসেন, জালাল উদ্দিন, আবু বক্কর, মোশারফ তালুকদার, তাসেল ফকির দীর্ঘদিন থেকে উপজেলার সাহেবেরহাটসহ বিভিন্ন হাট-বাজারে জাল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। ওইসব ব্যবসায়ীদের কাছ থেকে উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারি এনায়েত হোসেন সরদার দীর্ঘদিন থেকে জন প্রতি ৫শ’ টাকা করে মাসিক উৎকোচ আদায় করে আসছেন। গত ১২ আগস্ট এনায়েত হোসেন কারেন্ট জাল বিক্রেতাদের কাছে ৩ মাসের অগ্রিম টাকা দাবি করলে ব্যবসায়ীরা অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৬ আগস্ট সাহেবেরহাট হাটে ঝটিকা অভিযান চালিয়ে উক্ত ব্যবসায়ীদের কাছ থেকে এনায়েত হোসেনসহ মৎস্য অফিসের লোকজনে লক্ষাধিক টাকার ৫ বস্তা জাল আটক করে। আটককৃত জালের মধ্যে গতকাল বুধবার নামে মাত্র ১ বস্তা জাল পুড়িয়ে বাকি ৪ বস্তা জাল এনায়েত হোসেন আত্মসাত করেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ব্যবসায়ীরা আরো জানান, দীর্ঘদিন থেকে এনায়েত হোসেন সরদার উপজেলার প্রতিটি হাট-বাজারের জাল ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা উৎকোচ আদায় করে আসছে। এ ব্যাপারে অভিযুক্ত এনায়েত হোসেন সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি উৎকোচ গ্রহনের কথা অস্বীকার করে বলেন, গত ১৬ আগস্ট তিনি মৎস্য কর্মকর্তার সাথে সাহেবেরহাটে গিয়েছিলেন।