পিসতুতো বোনকে বিয়ে করায় গ্রাম্য মোড়লদের বাঁধা – অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

নানাভয়ভিতী প্রদর্শন করলেও থানা পুলিশ ও সংবাদকর্মীদের উপস্থিতিতে মোড়লদের সকল ষড়যন্ত্র ভেস্তে যায়। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের প্রত্যন্ত আহুতিবাটরা গ্রামের।
সূত্রমতে, ওই গ্রামের দিনমজুর পুলিন হালদারের একমাত্র পুত্র নব বিবেকানন্দ কীত্তর্নীয়া দলের পরিচালক বিপ্লব হালদার (২৮)। প্রেমের টানে গত ২১ জুলাই একই এলাকার দুরসম্পর্কের পিসতুতো বোন হরিচাঁদ হালদারের কন্যা শিল্পী হালদারকে (১৯) বিয়ে করেন। এরইমধ্যে গত ৬ আগস্ট বিপ্লবের পিতা পুলিন হালদার (৬৫) দুরারোগ্যব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুর পর গ্রাম্য মোড়ল রেনুপদ হালদার, ডাঃ হরেকৃষ্ণ হালদার, সুধীর মলি¬ক, ধীরেন্দ্র নাথ বৈদ্ধ, রমেশ হালদার, মনতোষ হালদার, মোনাই হালদার ও তাদের সহযোগীরা বিপ্লবকে তার বাবার সৎকারে বাঁধা প্রদান করেন। উল্লেখিত মোড়লদের মতে, হিন্দু ধর্মের রিতী অনুযায়ী নিকট কোন আত্মীয়কে বিয়ে করা যায় না। সেক্ষেত্রে সামাজিক ভাবে বিয়ে না করায় বিপ্লব তার মৃত পিতার সৎকারে অংশগ্রহন করতে পারবে না। বিপ্লব হালদার জানায়, মোড়লদের এ কথা অমান্য করা হলে তাকে একঘোরে করে রাখার ঘোষনা দেয়া হয়। ওইসময় আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার নন্দির হস্তক্ষেপে দিনমজুর পুলিন হালদারের মৃত্যুর ৩৩ ঘন্টা পর তার পুত্র বিপ্লব হালদার পিতার লাশের সৎকার করেন। গত ১৬ আগস্ট ছিলো মৃত পুলিন হালদারের শ্রাদ্ধানুষ্ঠান। ওইদিন পূণরায় গ্রাম্য মোড়লরা বিপ্লবকে তার বাবার শ্রাদ্ধানুষ্ঠানে অংশগ্রহনে বাঁধা সৃষ্টি করে। শ্রাদ্ধানুষ্ঠানে একমাত্র পুত্র সন্তান বিপ্লবের স্থলে তার কাকাতো ভাইদের দিয়ে পিন্ডদান করানো হয়। অপরদিকে গ্রাম্যমোড়লদের অব্যাহত চাপের মুখে শিল্পীর পিতা হরিচাঁদ হালদার তার কন্যাকে গত ১৫ আগস্ট মৌখিখ ভাবে ত্যেজ্য ঘোষনা করেন।
গ্রাম্য মোড়লদের সকল বাঁধাকে উপেক্ষা করে গতকাল বুধবার দুপুরে বিপ্লব তার পিতার শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন। থানা পুলিশ ও সংবাদকর্মীদের উপস্থিতিতে শ্রাদ্ধানুষ্ঠানে বিপ্লবকে মন্ত্র পাঠ করান স্থানীয় ব্রাক্ষ্মন রনজিত চক্রবর্তী ও বিপ্লবের গলার ধরা কাটেন স্থানীয় বিমল চন্দ্র মন্ডল।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দি বলেন, পরবর্তীতে ত্যেজ্য কন্যার বিষয়টি নিয়েও বসা হবে। তিনি আরো বলেন, বিপ্লবের ওপর গ্রাম্য কোন মোড়ল চাপপ্রয়োগ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।