মানুষ মারার কল ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল!!! – অমি আজাদ

 

Dear all,
My intuition of sending this e-mail to you is to raise my voice against LabAid Cardiac Hospital and provide a real picture about LabAid, so that the LabAid hospital change their attitude with their future customers.

Please read the attached news paper article which was published on The Daily Janakantha on 19 Dec, 2007, also, please see the actual condition of my father while he was under treatment at LabAid Cardiac Hospital :

(CAUTION: This video is very graphical!)

The person that you are watching on this video is not in this world anymore! He died on 11 Nov, 2007 at LabAid Cardiac Hospital, Dhaka, Bangladesh while treating under Prof. (Dr.)Baren Chakrabarti, Prof. (Dr.) M. Matiur Rahman (who is actually not a professor, but using this fancy title) and Prof. (Dr.) Ali Hossain (the best doctors in our country with some fancy fake title.!!!).

We trusted the fancy ads of LabAid, also trusted the fancy titled doctors and nurses. But look at the real picture of LabAid’s CCU Bed No. 8. After the surgery they left my father on the bed without any proper attention. The LabAid doctors are so busy to catch another new CCU patient, which they forget about stitching the surgery area of the current patient. Look at the blood all over the bed! Look at.. how clean LabAid’s CCU unit is!

I raised my voice when I saw the real picture of LabAid. For raising my voice I got slapped on my face in front of the all the people by the LabAid G.M. Mr. Imran Chowdhury.

I am sure LabAid doctors who were involve with my father’s treatment has got a good amount of share from the bill, but can they really tell that the hospital/or even the doctor’s has done a proper treatment for that helpless guy Mr. A. K. M. Fazlul Haq (my father)? He was just lying on the CCU Bed No. 8 helplessly for 15 days and expecting his sons, also the doctors will take care of him properly. We have done our part from the bottom of our heart; we were ready to spend all of our savings and everything to get a proper treatment for our father, because he is our father who took care of us properly. But Mr. or Ms. Lab Aid administrators….Have you guys taken care of my father properly? I am sure you did not, because I am the one who is one of your victims. How come a person who didn’t even have any heart surgery or any type of major surgery, but got a bill for 5 and Half lac taka (BD Tk. 5,00, 000.00, AU$8,155.00, US$7,288.00)???

Dr. Lutfor Rahman (Head of LabAid’s Cardiac Hospital ) (I am pointing you because you are the golden son of our country), do you guys still wanna claim that Heart Surgery is cheaper in Bangladesh now? On 11 Nov, 2007 when my auntie (Ms. Sharmin Naaz, Assitt. Commissioner of Taxes, Bangladesh Govt.) went to see with you regarding my father’s bill that time you mentioned about your contribution in Bangladesh. You were also talking about you can make 1 lac take in a matter of second. Well, done Dr. Lutfor Rahman…Well done! We’re really proud of your contribution (?) to our country! Here is one of your biggest contributions to our country’s medical history which was published on the Daily Janakantha on 19 Dec, 2007 — (“Lab Aid has become a human killing machine” The Daily Janakantha, 19 Dec, 2007″)

Life is very interesting Dr. Lutfor Rahman! When we lost our love ones then we feel for it, but then we forget about it. Instead of forgetting about my father’s death, I want to raise my voice against LabAid Cardiac Hospital and request all of you to “STOP GOING TO THE LabAID for any heart treatment” and wanna make those doctors to understand that they should not play with any humans life, because no matter how powerful or rich they could be, they will never be able to give a life back to a dead man’s life! So, STOP fucking around with a human life, OKAI Dr. Lutfor Rahman, Prof (Dr.) Baren Chakraborty, also the others who are involve in this human killing business!

The LabAid hospital needs to know a little bit about the power of Internet in disseminating information. I will request to all of you also do the same (when forwarding the article, send CC or copies to the lab-aid related addresses, so that the LabAid individuals feel a little shame every time they receive a copy of this email).

Here are the email addresses of the LabAid individuals with their full name:
Prof. (Dr.) Baren Chakraborty –
baren_chakraborty@yahoo.com
Prof (Dr.) Matiur Rahman – prof.motiur@labaidgroup.com
Dr. Lutfor Rahman – lutfor@labaidgroup.com

cardiacsurgery@labaidgroup.com
prof.jalal@labaidgroup.com
cardiology_lch@labaidgroup.com
admin_lch@labaidgroup.com
marketing_lch@labaidgroup.com
hospitalcoordinator_lch@labaidgroup.com

Thanks for all of your time!

With regards,
M. P. Masum
Sr. Software Engineer
Accenture Australia Ltd.
Wollongong , NSW 2500
Mobile : + 61 401 485 243 + 61 401 485 243
e-mail: mpmasum at gmail dot com

উক্ত লেখাটির জন্য আমি দায়ী নই, উপরে লেখকের ঠিকানা এবং নাম দেয়া আছে, প্রয়োজনে তার সাথে যোগাযোগ করা যাবে। উক্ত বিষয়ে আরও লেখা পাওয়া যাবে এখান থেকে।

লিখাটি পড়ে এবং বিষয়টি দেখে আমারও খারাপ লেগেছে।প্রতি বছর আমরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছি সু-চিকিৎসার জন্য। আমরা যারা দেশকে ভালোবাসি, তারা স্বভাবতই দেশের টাকা দেশে রাখতে চাইবো। কিন্তু ফলাফল যদি এরকম হয় তাহলে টাকা পাচার করাই ভালো না? অন্তত আমাদের প্রিয়জনদের অকালে হারাবার যন্ত্রনা আমাদের ভোগ করতে হবেনা।

 


 

আমার ভাগ্নীর দৃষ্টি ফিরিয়ে দিবে কে ?

ল্যাব এইড হসপিটাল !!! নিশ্চয় নাম শুনেছেন…? বাংলাদেশের খুবই নাম করা মানুষ মারার কল। অনেকের মুখেই শুনেছিলাম ল্যাব এইড সহ আরো কয়েক টি হসপিটাল নামক কসাই খানার কৃতিকালাপ, এত সিরিয়াস ভাবে বিষয় টা ভাবি নি। কিন্তু চিকিৎসার নামে এই সব হসপিটালে কি হচ্ছে ? কেউ কি ভেবেছেন আগে…?

মানুষ যখন খুব বেশি অসহায়, তখন হন্য হয়ে অন্য কিছুর পরোয়া না করে নিজের প্রিয় জনের কথা সবার আগে ভাবি…যত কষ্ট হোক, যত টাকা লাগে নিজের সব বিসর্জন দিয়ে হলেও তবুও প্রিয় জনের মুখে হাঁসি ফুটাতে চেষ্টা করি…আর আমাদের এই দূর্বলতার সুযোগ টাই কাজে লাগায়… শরিফুন নাহার নামক ডাক্তার রূপি কিছু জানোয়ারের বাচ্চা …যারা নিজের স্বার্থ আর লাভের কথা চিন্তা করে অন্যের জীবন কেড়ে নিতেও ক্ষানিক দ্বিধাবোধ করে না…তারা ভাবে না একটা জীবন মানে একটা জীবন নয়…এর সাথে জড়িয়ে আছে হাজার টা সম্পর্ক হাজার টা অনুভুতি… ভাববে কেন? এতে কি তাদের কিছু যায় আসে?

 

আমার ফুফাতো বোনের কিছু দিন আগে একটা মেয়ে হয়েছিল ল্যাব এইডে। কত্ত খুশি যে ছিল আমার আপু আর ভাইয়া…শুধু তারা নয় আমার ফুফু ফুফা ও আমাদের অন্য আত্মীয়রা…খুশি হওটাই স্বাভাবিক…কিন্তু তাদের এই খুশি আর বেশি দিন টিকে নি…ভুল চিকিৎসার করানে তাদের হাসি ম্লান করে করে দিয়েছে…তাদের মেয়েটি আর জীবনেও চোখের আলো ফিরে পাবে না, সে দেখবে না, কেমন দেখতে তার বাবা মা কেমন দেখতে সে…হাত উচু করে বলতে পারবেনা এটা আমার বাবা এটা আমার মা…আহ্‌ !!!

আরো কত কিছু থেকে বঞ্ছিত হল তার মা-বাবা।

শেষ ভরষা হিসেবে দেশের বাহিরে নেওয়া হয়েছিল…কিন্তু ভুল চিকিৎসার সমাধান হল না, তাদের ও একই কথা…

এখন সব কিছু এখন উপর ওয়ালার কাছেই…

ডাঃ বেগম শরিফুন নাহার এর ভুল চিকিৎসার স্বীকার আমার বোনের মেয়ে। কে করবে এর বিচার ? এই ভাবে আর কত দিন ভুল চিকিৎসার স্বীকার হব আমরা ? আজ আমি, কাল আপনি এই ভাবেই…কিন্তু তারা থেকে যাবে ধরা ছোঁয়ার বাহিরে, কে করবে তাদের বিচার….????? আরো খুঁজলে পাওয়া যাবে আরো ভুল চিকিৎসার কাহীনি…কে করবে এসব…

প্রেস কনফারেন্স

এদের বিচার করার কেউ কি নেই?

এই লিখাটি সবার কাছে ছড়িয়ে দিতে অনুরোধ থাকল…অন্তত একটা জীবন বাঁচাতে সহযোগীতা করুন এই কসাইদের কাছ থেকে…সবাই কে সচেতন করে তলুন…আর কত ?