রোজার ১০ দিন হলেও আগৈলঝাড়ার টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়নি

রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য সাধরণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে টিসিবির খোলা বাজারে পন্য বিক্রির জন্য দুজন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। রোজা দশ দিন শেষ হলেও টিসিবির পন্য খোলা বাজারে আগৈলঝাড়ায় বিক্রি শুরু না হওয়ায় হাট-বাজারের ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বেশী দামে বিক্রি করছে বলে ভুক্তভোগীদের সূত্রে জানাগেছে। ফলে গরীব মানুষ সরকারের  এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলার ৫টি  ইউনিয়নে টিসিবির ডিলার নিয়োগ না দেওয়ায় এক শ্রেনীর সিন্ডিকেট অসাধু ব্যবসাায়ীরা পণ্যের মূল্য বাড়িয়ে দিয়ে বেশি দামে বিক্রি করে অধিক মুনাফা লুটছে। একটি সূত্রে জানাগেছে, উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে উপজেলা সদরে শফিকুল ইসলাম ও গৈলা ইউনিয়নে  মো. হারুন মিয়াকে টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। রোজার দশদিন অতিবাহিত হলেও তারা এখন পর্যন্ত মালামাল তুলে বিক্রয় শুরু করেনি। সরকার টিসিবির ডিলার নিয়োগ দিয়ে রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য টিসিবির এই কর্মসূচী ঘোষণা করেছে। সঠিক সময়ে ডিলাররা মালামাল তুলে বিক্রি শুরু করলে সাধারণ মানুষ কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে স্বস্তি পেত। তবে একটি সূত্রে জানগেছে, সঠিক সময়ে বরিশাল বিভাগে নিত্যপ্রয়োজনীয় টিসিবির পণ্য বিক্রয়ের জন্য আসেনি। তাই উপজেলা পর্যায়ে রোজার দশটি হলেও এখন পর্যন্ত টিসিবির মালামাল বিক্রয় শুরু করতে পারেনি বলে একটি সুত্রে জানাগেছে।