আগৈলঝাড়ায় গোডাউন রোডের ব্রিজের স্ল্যাব ভেঙে যানচলাচলে দুর্ভোগের শিকার

শিকার হচ্ছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়সূত্রে জানাগেছে, উপজেলা সদরে তত্বাবধায়ক সরকারের শেষ সময়ে এলজিইডি বিভাগ ও গৈলা ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে গুরুত্বপূর্ণ গোডাউন রোডে স্ল্যাব ব্রিজটি নির্মাণ করা হয়। ওই কাজের দায়িত্বে ছিলেন গৈলা ইউনিয়নের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারেফ মোল্লা। ব্রিজ নির্মাণে উপজেলা এলজিইডি বিভাগ তত্বাবধান করেন। ইউনিয়ন পরিষদের ওয়ান পার্সেন্ট ও এলজিইডি বিভাগের আয়রন স্ট্রাকচার দিয়ে কোনরকমে দায়সারাভাবে ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটি নির্মাণের ছয়মাসের মধ্যে স্ল্যাব ভেঙে যানচলাচলে অনুপযোগী হয়ে পরে। এ ব্রিজটি দিয়ে প্রতিদিন শতশত টন মালামাল আনা নেয়া হয়।

এছাড়াও স্কুল-কলেজের কয়েকশ’ ছাত্র-ছাত্রী ও পথচারীরা চলাচল করে। ব্রিজ ভেঙে যাওয়ায় প্রতিদিন দুর্ঘটনা ঘটলেও এটি সংস্কারের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এব্যাপারে উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম জানান, ব্রিজটি দিয়ে চলাচলের সমস্যার কথা শুনেছি। এ ব্রিজটি সংস্কারের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।