গৌরনদীতে বোমা বানানোর সময় বিস্ফোরনে দু’জন আহত

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি নুরুল ইসলাম জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তর বাউরগাতি গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবু আব্দুল্লাহ তালুকদারের পুত্র মঈন হোসেন স্বজল ও বড়দুলালী গ্রামে আলাল সরকারের পুত্র আল আমিন সরকারের সাথে গত বুধ ও বৃহস্পতিবার ৩ দফা সংষর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।
ওই গ্রামের আবুল কালাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন মঈন হোসেন স্বজলের সমর্থকরা হামলার প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। বৃহস্পতিবার সন্ধায় বড়দুলালী গ্রামের পুকুর পাড়ে স্বজলের ৪/৫ জন সমর্থক বোমা তৈরি করছিল। বোমা তৈরির এক পর্যায়ে রাত আটটার দিকে অসাবধানতা বসত একটি বোমা বিস্ফোরিত হয়। এতে পুলিশ কনস্টেবল আবুল কালাম তালুকদারের পুত্র মাসুদ তালুকদারসহ ২ জন আহত হয়। বোমা বিস্ফোরনে ডান হাতের কব্জি ক্ষত বিক্ষত মাসুদ তালুকদারকে (১৫) বার্থী বাজারের পল্লী চিকিৎসক হেলাল আকনের আছে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশের গ্রেফতার আতংকে গুরুতর আহত অজ্ঞাতনামা যুবক আত্মগোপনে চিকিৎসা নিচ্ছে। পল্লী চিকিৎসক হেলাল আকন সত্যতা স্বীকার করে বলেন, আহত মাসুদের ডান হাতের পাঁচটি আঙ্গুল বিস্ফোরকের আঘাতে ক্ষত হয়েছে। ওই ক্ষতস্থানে ১৫ টি সেলাই দিয়েছি। খবর পেয়ে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মো. নুরুল ইসলাম একদল পুলিশ নিয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।