শাকিরা ও অক্টোপাস পল এখন গৌরনদীতে

পল এখন বরিশালের গৌরনদীতে। আসলে সেটা কোনদিনই হয়তো সম্ভব হবে না। তবে শাকিরা ও অক্টোপাস পলের নামের বাহারি পোশাকগুলো গতকাল রবিবার থেকে দখল করেছে গৌরনদীর ঈদের মার্কেটগুলোকে।
উপজেলার টরকী বন্দর, গৌরনদী বন্দর ইটালী মার্কেট, বাসষ্ট্যান্ড সুপার মার্কেট, বাটাজোর বন্দর মার্কেট, সরিকল বন্দর মার্কেটসহ কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে, এবারের ঈদ বাজারে মেয়েদের কাছে প্রধান আর্কষন হচ্ছে শাকিরা ও অক্টোপাস পল নামের পোষাকগুলো। প্রতিবছরই দোকানিরা নায়ক-নায়িকাদের নামে পোশাক বিক্রি করে বিক্রেতাদের তাক লাগিয়ে দেয়। তারই ধারাবাহিকতায় এবার নায়ক-নায়িকাদের নামের সাথে ঈদের পোশাকে বিশ্বকাপ ফুটবলের দু’টি নাম এখন সবার মুখে মুখে। বিশ্বকাপ ফুটবলের আলোচিত শাকিরা ও অক্টোপাস পলের থ্রী পিস পোষাকগুলো ক্রমেই জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তবে এর দাম অনেকটা চড়া। মধ্যবিত্ত পরিবারগুলো এসব বাহারি পোষাকের ধারে কাছে যেতে কষ্ট হবে।

গৌরনদী বাসষ্ট্যান্ড সুপার মার্কেটের ময়ূরী গার্মেন্টসের স্বত্তাধীকারি সঞ্জয় কুমার পাল বলেন, আজ (রবিবার) প্রথম তার দোকানে অক্টোপাস পল ও শাকিরার নামের পোষাক এসেছে। তিনি আরো বলেন, ঈদের বিকিনিকি শুরুর পর থেকেই ক্রেতারা এ দুটো পোষাক চেয়ে আসছিলো। ক্রেতাদের চাহিদা থাকায় আজই তিনি এ বাহারি পোষাক দোকানে তুলেছেন। ইতোমধ্যে বিকিনিকিও হয়েছে বেশ, তবে দাম অনেকটা চড়া। অধিকাংশ পোষাকেরই একদাম নির্ধারন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আগৈলঝাড়ার নগরবাড়ি থেকে আসা ক্রেতা সাথী রহমান জানান, তার বান্ধবীরা অধিকাংশই এবার ঈদে শাকিরা নামের থ্রী পিস কিনেছেন তাই তিনিও শাকিরার নামের পোষাক ক্রয় করতে গৌরনদীতে এসেছেন। মায়ের সাথে গেরাকুল থেকে আসা ক্রেতা জেসিকা আহম্মেদ জুঁই নামের এক শিশু জানান, শাকিরা ও অক্টোপাসের নামে আমাদের পরিহিত যা কিছু আসছে, সেটাই আমার কেনার প্রথম পছন্দ।
এছাড়াও পাকিস্তানী কাশি, কাতান, অরগিন্ডি, রিভা, মাজাক্কালি, জিপসিসহ বিভিন্ন স্বদেশী পোশাকে গৌরনদীর ঈদের মার্কেটগুলো এখন সয়লাব হয়ে গেছে। ছেলেদের পছন্দের তালিকায় এবার শীর্ষ স্থান দখল করেছে পাঞ্জাবি।