নেশাখোর ও ছিনাতাইকারীদের উপদ্রব – গৌরনদীর ঐহিত্যবাহি বার্থী কালী মন্দিরের পূজারী ও সেবাইতরা আতংকিত

জেলা থেকে আসা পূজারীদের মধ্যে চরম আতংক বিরাজ করছে।

মন্দির কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত এএসপি শান্তনু ঘোষ ও সাধারন সম্পাদক প্রনব রঞ্জন বাবু দত্ত জানান, বরিশাল থেকে বার্থী কালী মন্দিরে পূজাঅর্চনা করতে এসে গত ২৪ আগস্ট ছিনতাইকারীদের কবলে পরেন চারজন পূজারী। এ ঘটনার পর থেকেই মন্দিরে পূজা অর্চনা করতে আসা পূজারীদের মধ্যে আতংক দেখা দেয়। ফলশ্র“তিতে ক্রমেই পূজারীদের সংখ্যা হ্রাস পাচ্ছে। তারা আরো জানান, এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম জানান, ছিনতাইর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে হাফিজ ফকির নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। মন্দিরের ঐতিহ্য রক্ষার্থে মন্দির এলাকায় সাদা পোষাকে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।