রোমিওরা সাবধান!!! ছদ্মবেশে গৌরনদীর মার্কেটে ঘুরে বেড়াচ্ছে নারী পুলিশ সদস্যরা

অকারনেই মার্কেটে আসা তরুনী ও যুবতীদের গায়ের ওপর হেলেপড়াসহ বিভিন্ন অঙ্গভঙ্গি ও অশ্লীল মন্তব্য ছুঁড়ে দেয়াই হচ্ছে বখাদেটের মূল কাজ। ইতোমধ্যে ঈদ ও দূর্গা পূজাকে সামনে রেখে ওইসব বখাটেদের প্রতিরোধে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন ছদ্মবেশী সুন্দরী নারী-পুলিশ সদস্যরা।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান, ঈদ ও দূর্গা পূজাকে সামনে রেখে গতকাল শনিবার থেকে গৌরনদীর গুরুতরপূর্ণ মার্কেটগুলোতে রোমিওদের উৎপাত প্রতিরোধে ছদ্মবেশী নারী পুলিশ সদস্যদের মাঠে নামানো হয়েছে। তিনি আরো জানান, ছন্মবেশী নারী পুলিশ সদস্যদের সাথে রয়েছে সাদাপোষাকে পুরুষ পুলিশ সদস্যরা। সুন্দরী নারী পুলিশ সদস্যরা সেজেগুজে ক্রেতাবেশে মার্কেটগুলোতে টহল দেবে। তাদের অথবা মার্কেটে আসা তরুনী-যুবতী ক্রেতাদের টিজ করলেই সাদা পোশাকধারী পুরুষ পুলিশ সদস্যরা বখাটেদের আটক করবে।

গতকাল শনিবার থেকে গৌরনদী বন্দর মার্কেট, টরকী বন্দর মার্কেট, গৌরনদী বাসষ্ট্যান্ড সুপার মার্কেট, বাটাজোর বন্দর মার্কেটে থানা পুলিশের অগ্রগামী ৪টি টিম মাঠে নামানো হয়েছে। ছদ্মবেশে নারী পুলিশ ও সাদাপোষাকে পুরুষ পুলিশ সদস্যরা মার্কেটে আসা তরুনীদের নিরাপত্তা বিধানে দায়িত্ব শুরু করেছেন। দায়িত্বপ্রাপ্তর সাদাপোষাকের পুরুষ পুলিশ সদস্যরা জানান, ঈদ ও দূর্গা পূজা আসলেই ছিনতাইকারী, চাঁদাবাজ ও নারীদের উত্ত্যক্তকারীদের হাতেনাতে গ্রেফতারের জন্য তারা অভিযান শুরু করেছেন। পবিত্র ঈদুল ফিতর শেষে শারদীয় দূর্গা পূজা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।