গৌরনদীতে ডাক্তারের ভুল অপারেশনে রোগীর মৃত্যুর অভিযোগ

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলার সমরসিংহ গ্রামের ভ্যান চালক মিন্টু হাওলাদার অভিযোগ করেন, গত ৩০ আগস্ট তার স্ত্রী আলো বেগমকে (৩০) সির্জার অপারেশনের জন্য শারমিন ক্লিনিকে আনেন। ওইদিনই ক্লিনিক কর্তৃপক্ষের সাথে ১২ হাজার টাকা চুক্তিতে ডাঃ আনোয়ার হোসেনকে দিয়ে তার স্ত্রীর সির্জার অপারেশন সম্পন্ন করেন। সির্জার অপারেশনের একদিন পর আলো বেগমের পেট ফুলে যায়। এসময় তারা ক্লিনিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানান, গ্যাষ্টিকের কারনে আলো বেগমের পেট ফুলে গেছে, পরে ঠিক হয়ে যাবে।

তিনি আরো অভিযোগ করেন, তার স্ত্রী আলো বেগমের অবস্থার আরো অবনতি হলে গত ১ সেপ্টেম্বর তাকে বরিশাল আম্বিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ নজরুল ইসলাম পরীক্ষা নিরিক্ষা করে জানান, সির্জার অপারেশনের পর আলো বেগমের পেটে বায়ু ও রক্ত থাকা অবস্থায় সেলাই করার কারনে তার পেট ফুলে গেছে। বরিশাল আম্বিয়া ক্লিনিকে ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল রবিবার সন্ধ্যায় গৃহবধূ আলো বেগম মৃত্যুর কোলে ঢলে পরেন।