ঈদ আনন্দ থেকে বঞ্চিত : আগৈলঝাড়ার ৫’শ ব্যক্তি

বিগত ৩ বছর যাবৎ তারা ইউনিয়ন পরিষদ থেকে বেতন-ভাতা না পাওয়ায় এরা ঈদ উৎসব পালন করতে না পারায় তাদের মধ্যে ক্ষোভ ও পারিবারিক অশান্তি দেখা দিয়েছে। আগৈলঝাড়া উপজেলার ৫ টি ইউনিয়নের বর্তমানে ৬৮ জন চৌকিদার ও ৬ জন দফাদার কর্মরত রয়েছেন। এরা উপজেলার গ্রামপর্যায়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, শান্তি বজায় ও সন্ত্রাসীসহ আসামী গ্রেফতারে থানা পুলিশকে সহযোগিতা করে থাকেন। বিগত ২০০৮ সালের ঈদুল আযহার বোনাস ৭শ’ ৫০টাকা এরা এখন পর্যন্ত পায়নি। ৫টি ইউনিয়নের অধিকাংশ ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম পুলিশদের বেতনের বকেয়া অংশ ৬শ’ ৫০টাকা করে গত ৩ বছর যাবৎ পরিশোধ করা হচ্ছেনা। এসব গ্রাম পুলিশদের পরিবার বেতন ও বোনাস না পাওয়ায় এবছরের ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। বঞ্চিত এসব গ্রাম পুলিশ পরিবারের ৫ শতাধিক পরিবার ঈদ আনন্দে অংশগ্রহণ করতে না পারায় তাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।