কোরআন শরিফ পোড়ানোর ঘোষণায় বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ জানানো হয়নি!

কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার। কানাডার প্রতিরক্ষামন্ত্রী পিটার ম্যাককেও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নাইন ইলেভেনের নবম বার্ষিকী উদযাপনের জন্য এ রকম প্রস্তুতি কানাডার মুসলিমসহ অন্যান্য জাতির ধর্মীয় বিশ্বাস ও চিন্তার স্বাধীনতার প্রতি হুমকি ও ঘৃণার জন্ম দেবে।

ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালেশিয়া, ইন্ডিয়া সহ পৃথিবীর অন্যান্য কিছু দেশ থেকেও আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হছে কিন্তু মুসলিম অধ্যুষিত বাংলাদেশ থেকে আজও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ জানানো হয়নি!

উল্লেখ্য, গত বুধবার ফ্লোরিডার গেইনস ভিলের ‘ওয়ার্ল্ড আউট রিচ সেন্টার’ নামের চার্চে রেভারেন্ড টেরি জোনস নাইন ইলেভেনের ঘটনার প্রতিবাদে আগামী শনিবার ২০০ কপি পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘোষণা দেন। এর ফলে যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডায়ও বিতর্কের ঝড় ওঠে।