ওমান ফেরত লিপি সাংবাদিক ফোরামের সহায়তায় অর্থ ফেরত পেয়েছে

জানা গেছে, পরিবারের রুটি রুজির জন্য ওমান গিয়েছিলো গৌরনদীর ধানডোবা গ্রামের হাসমোতারা লিপি (৩২)। একই গ্রামের আদম ব্যাপারি হালিম খান ৬৫ হাজার টাকার বিনিময়ে তাকে (লিপিকে) বিদেশ পাঠিয়েছিলো। কিন্তু এক মাস বাইশ দিন পর শূণ্য হাতে লিপিকে দেশে ফিরে আসতে হয়েছে।

 

লিপি বলেন, হালিম খানের স্ত্রী আছিয়া বেগম ওমানে চাকুরী করতো। সে সুবাধে সে আমাকে ওই দেশে পাঠায়। কিন্তু তারা উভয়েই চুক্তি ভঙ্গ করে প্রতারনার আশ্রয় নেয়। দেশে ফেরার পর আদমব্যাপারির বিরুদ্ধে বিভিন্নস্থানে বিচার চেয়েও ব্যর্থ হয় লিপি। অবশেষে লিপি গৌরনদী সাংবাদিক ফোরামের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আদম ব্যাপারির কাছ থেকে লিপি বেগমের টাকা আদায় করে গতকাল বুধবার লিপি বেগমের কাছে ওই টাকা হস্তান্তর করা হয়।