গৌরনদীতে সর্বপ্রথম এ্যানথাক্স রোগীর সন্ধান

পাওয়া গেছে। এ খবরে ওই এলাকায় আতংক দেখা দিয়েছে।

উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ী বাবুল কাজীর পুত্র রনি কাজী জানান, তার নিকটতম আত্মীয় পাশ্ববর্তী কালকিনি উপজেলার খাসেরহাট গ্রামের মোল্লাবাড়িতে গত মঙ্গলবার দুপুরে সে গরুর মাংস দিয়ে খাবার খান। রাতে তার শরিরের বিভিন্নস্থানে লালচা দাগ হয়। পরেরদিন বুধবার সকালে লালচা দাগ কালো হয়ে ক্ষতের সৃষ্টি হয়। গতকাল শুক্রবার গৌরনদী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জয়নাল আবেদীন খানের কাছে রনি কাজী চিকিৎসা নেন।

গৌরনদী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জয়নাল আবেদীন খান বলেন, হাসপাতালে এ্যানথাক্স রোগ সনাক্ত করার কোন যন্ত্র নেই। তবে রোগের ছিমটম দেখে ধারনা করা হচ্ছে রনি কাজী এ্যানথাক্স রোগে আক্রান্ত। সে হিসেবেই তাকে চিকিৎসা দেয়া হয়েছে। এ খবর টরকী বন্দর এলাকায় ছড়িয়ে পরলে বন্দরের ব্যবসায়ীসহ পাশ্ববর্তী এলাকাবাসীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে।