গৌরনদীতে বিনামূল্যে গাছের চারা বিতরন

উদ্যোগে ও ব্র্যাকের এস.টি.ইউ.পি কর্মসূচীর আওতায় গতকাল বুধবার সকালে বিনামূল্যে ব্র্যাকের অতিদরিদ্র সদস্যাদের মাঝে বনজ, ফলদ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়েছে।

Gournadi Tree
এ উপলক্ষে স্থানীয় ব্র্যাক কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্র্যাকের ব্র্যাঞ্চ ম্যানেজার ও এস.টি.ইউ.পি কর্মকর্তা অমিয় রঞ্জন জোতদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও দারিদ্র বিমোচন কমিটির উপদেষ্টা কালিয়া দমন গুহ। বিশেষ অতিথি ছিলেন ফরেষ্টার মনিন্দ্র নাথ হালদার, ব্র্যাকের দাবি শাখার ম্যানেজার এনামুল হক, বাঘার দারিদ্র বিমোচন কমিটির সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন কবিরাজ। বক্তব্য রাখেন সমাজ সেবক দুলাল মন্ডল, মানিক লাল ব্যাপারি, ব্র্যাক কর্মী জনিয়া খাতুন, প্রভাষ বসু, আহসানুল হক, জলিল গাজী, লিপিকা হালদার প্রমুখ। শেষে বিনামূল্যে ৫ হাজার গাছের চারা বিতরন করা হয়।