গৌরনদীতে মসজিদ নির্মানের নামে সম্পত্তি দখলের অভিযোগ ॥ হামলায় ২ জন আহত

প্রভাবশালী কর্তৃক প্রতিপক্ষের সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে নির্মান কাজে বাঁধা দেয়ায় প্রভাবশালীর ভাড়াটিয়া লোকজনের হামলায় ২জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়।

ওই গ্রামের সামচুল হক সরদারের দেয়া অভিযোগে জানা গেছে, নন্দনপট্টি গ্রামের তার পৈত্রিক ৬০ শতক সম্পত্তি দখল করার জন্য দীর্ঘদিন থেকে নানামুখী ষড়যন্ত্র শুরু করে একই গ্রামের উমার আলী মুন্সী। অভিনব কায়দায় সম্পত্তি দখল করতে উমার আলী মুন্সী ওই সম্পত্তির ওপর মসজিদ নির্মান কাজ শুরু করেন। গতকাল বুধবার বিকেলে নির্মান কাজে বাঁধা দিতে গেলে উমার আলী ও তার ভাড়াটিয়া লোকজনে সামচুল হক গংদের নানাধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। সামচুল হক বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ভাবে সালিশ মীমাংসার কথা বলে চলে আসেন। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর উমার আলীর ভাড়াটিয়া শিমুল সরদার, নান্নু মৃধা, জয়নাল সরদার, ইউনুস সরদার, কবির সরদার, দিদার সরদার প্রতিপক্ষ সামচুল হক সরদারের ভাগ্নে অহিদুল সেরনিয়াবাত (২৬) ও ছালাম সেরনিয়াবাতের (৪৫) ওপর অর্তকিত ভাবে হামলা চালায়। হামলায় গুরুতর আহত অহিদুল সেরনিয়াবাতকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।